ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ভুঞাপুরে আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ভুঞাপুরে আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার বাড়ই এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার বাড়ই এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী বাংলানিউজকে জানান, ফরিদ সোমবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরে সকালে স্থানীয় লোকজন বাড়ই এলাকায় একটি পুকুর পাড়ে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬/আপডেট: ১২১২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।