ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অস্ত্রসহ আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অস্ত্রসহ আটক

সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জা‌হিদুল ইসলাম বকুল‌কে পিস্তল ও জিহাদী বইসহ আটক ক‌রে‌ছে গো‌য়েন্দা শাখা (ডি‌বি) পু‌লিশ।

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জা‌হিদুল ইসলাম বকুল‌কে পিস্তল ও জিহাদী বইসহ আটক ক‌রে‌ছে গো‌য়েন্দা শাখা (ডি‌বি) পু‌লিশ।
 
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দি‌কে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জাহিদুল ইসলাম বকুল শহরের ইটাগাছা গ্রামের নূর ইসলামের ছেলে।

সাতক্ষীরা ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশেমী বাংলা‌নিউজ‌কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইটাগাছা এলাকা থেকে একটি আমেরিকান পিস্তল ও জিহাদী বইসহ জাহিদুল ইসলাম বকুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।