ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘পাকিস্তানের পতাকা পুন‍ঃস্থাপনে জিয়ার মাজার সরছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
‘পাকিস্তানের পতাকা পুন‍ঃস্থাপনে জিয়ার মাজার সরছে’ ছবি:হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাকিস্তানের পতকা পুনঃস্থাপনের জন্যই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: পাকিস্তানের পতকা পুনঃস্থাপনের জন্যই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বুধবার (০৭ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের মাজার নিয়ে আজ বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে এবং সেটি বলছেন সরকারি দলের লোকেরা। আমরা কি জিজ্ঞাসা করতে পারি, কেন আপনারা আজ মাজার সরানোর কথা চিন্তা করছেন? যুক্তি দিচ্ছেন লুই আই কানের নকশা পুন‍ঃস্থাপন করতে হবে।

লুই আই কান কখন কীভাবে নকশা করেছিলেন সেই ইতিহাস জানা প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক হিসেবে চিহ্নিত আইয়ুব খান যখন ঢাকায় পাকিস্তানের দ্বিতীয় রাজধানী নির্মাণ করবেন বলে ঘোষণা দিলেন, তখন ফার্মগেটের অ্যাগ্রিকালচার ফার্ম বেছে নিলেন। এটাকে আইয়ুব নগর নাম দিয়ে পার্লামেন্ট ভবন, সেক্রেটারিয়েট বিল্ডিং এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিলেন তিনি।

ফখরুল বলেন, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে পৃথিবীর বিখ্যাত স্থপতি লুই আই কানকে বেছে নেওয়া হলো। কিন্তু নকশা তো তৈরি করবেন নকশার ভিত্তি কী হবে? কোন থিমের ওপর নকশা হবে? পরে সিদ্ধান্ত হলো পাকিস্তানের পতাকার ওপর ভিত্তি করে আইয়ুব নগর তৈরি হবে।

সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, কার নকশা পুনঃস্থাপন করতে চাচ্ছেন? পাকিস্তানের পতাকা রক্ষার জন্য জিয়ার মাজারসহ অন্যান্য স্থাপনা তুলে ফেলতে চান? এ প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে।
 
তিনি বলেন, আজকে যদি জিয়ার মাজার তুলে দিতে চান, তাহলে গণভবন তুলে দিতে হবে। তুলতে হবে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার। লুই আই কানের নকশায় এগুলো আছে কি না আমরা জানি না।
 
আমরা জানি না মানিক মিয়া এভিনিউ লুই আই কানের নকশায় আছে কি না? এটি ছিল বিশাল একটা রাস্তা। যেখানে জরুরি অবস্থায় বিমান অবতরণ করতে পারতো। আইল্যান্ড দিয়ে সেটিকে আপনার দ্বিখণ্ডিত করেছেন। এই স্থাপনাগুলোকে সবার আগে তুলতে হবে এবং জনগণকে বলতে হবে লুই আই কানের নকশা আপনারা ফেরাতে চান পাকিস্তানের পতাকা পুন‍ঃস্থাপনের জন্য।

অন্যাদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭/আপডেট: ২০৫৪ ঘণ্টা
এজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।