ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ধুনটে নাশকতা মামলায় গ্রেফতারকৃত শিবির নেতা কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ধুনটে নাশকতা মামলায় গ্রেফতারকৃত শিবির নেতা কারাগারে

বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা মামলায় গ্রেফতারকৃত ছাত্র শিবিরের নেতা এরশাদ আলীকে (২৫) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা মামলায় গ্রেফতারকৃত ছাত্র শিবিরের নেতা এরশাদ আলীকে (২৫) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।

এর ‍আগে বুধবার (০৭ ডিসেম্বর) রাতে সাতটিকুরি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরশাদ আলী ধুনট উপজেলার সাতটিকুরি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্র শিবিরের যুগ্ম সম্পাদক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচি পালনকালে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা কর্মকাণ্ডে অংশ নেন এরশাদ আলী।  

এ সব ঘটনায় এরশাদ আলীর বিরুদ্ধে বগুড়ার শাহজাহানপুর ও গাবতলী থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। মামলার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এরশাদ। এসব মামলায় আদালতে নিয়মিত হাজির না হওয়ায় এরশাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।  

বুধবার রাতে বাড়ি ফিরে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।