ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

না’গঞ্জ বন্দর আ’লীগের ৯ ওয়ার্ড নেতারা আইভীর পক্ষে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
না’গঞ্জ বন্দর আ’লীগের ৯ ওয়ার্ড নেতারা আইভীর পক্ষে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে নির্বাচন পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সেক্রেটারিদের বৈঠক হয়েছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে নির্বাচন পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সেক্রেটারিদের বৈঠক হয়েছে।
বন্দর সমরক্ষেত্রে এই বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম.এ.রশীদ।



এর আগে গত বুধবার ২৭টি ওয়ার্ডে  দায়িত্ব বন্টন করে দেয় মহানগর আওয়ামীলীগ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৯টি ওয়ার্ড সমন্বিত করে বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত সকলে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনে জয় লাভ করার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এম.এ.রশীদ দায়িত্ব প্রাপ্ত সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে নৌকা প্রতীকের জন্য আমরা কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সেক্রেটারি আবেদ হোসেন, পৌর যুবলীগের সেক্রেটারী কাজী জহির, বন্দর থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল জলিল।

দায়িত্বপ্রাপ্তরা হলেন বীর মুক্তি যোদ্ধা আইয়ুব আলী, ডাঃ শফিউল্লাহ, নাজমুল হাসান আরিফ, আমিরুল ইসলাম, হুমায়ুন কবির মৃধা, হাজী সামাদ, নুরূল ইসলাম চৌধুরী, কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, ওসমান ভুইয়া।  

বাংলাদেশ সময় ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।