ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

তিন যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
তিন যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত নাটোরের তিন যুবলীগ কর্মী হত্যা রহস্য উদঘাটন করতে ব্যর্থ হওয়ায় কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় যুবলীগ।

নাটোর: দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত নাটোরের তিন যুবলীগ কর্মী হত্যা রহস্য উদঘাটন করতে ব্যর্থ হওয়ায় কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় যুবলীগ।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে নাটোর প্রেসক্লাবে পৌর যুবলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব বলেন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও স্থানীয় প্রশাসন তিন যুবলীগ কর্মী হত্যা রহস্য উদঘাটন করতে ব্যর্থ হয়েছে।

এর প্রতিবাদে শনিবার (১০ ডিসেম্বর) নাটোর প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন এবং পরদিন জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এসময় সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু ও পৌর যুবলীগ আহবায়ক সাঈম হোসেন উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।