ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

বিএনপির আমলে আ’ লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএনপির আমলে আ’ লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের আমলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়সহ সারাদেশের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের আমলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়সহ সারাদেশের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার গোপীনাথ জিউর মন্দিরে আয়োজিত বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।

তিনি এসময় আরো বলেন, বাংলাদেশে এখন যদি মানবাধিকার লঙ্ঘিত হয় তাহলে তার মদদদাতা বিএনপি-জামায়াত জোট। জাতীয় সংসদ সারা বিশ্বের মধ্যে একটি সৌন্দর্যমণ্ডিত স্থান। তাই লুই ইসাডোর কানের করা নকশা অনুযায়ী যেখানে যে স্থাপনা যে অবস্থায় ছিল তা পুনর্নির্ধারণ করা হবে। এক্ষেত্রে অন্য কিছু সরকারের কাছে বিবেচ্য নয়।

এ সময় পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।