ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

বাংলাদেশ নিয়ে আর নেতিবাচক আলোচনা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বাংলাদেশ নিয়ে আর নেতিবাচক আলোচনা নেই

এক সময় বাংলাদেশ নিয়ে নেতিবাচক আলোচনা চলতো এখন আর হয় ‍না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক বলছেন। তিনি বলেন, এখন বিশ্বের বড় বড় নেতারা বলেন, ‘ফলো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা’।

ঢাকা: এক সময় বাংলাদেশ নিয়ে নেতিবাচক আলোচনা চলতো এখন আর হয় ‍না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক বলছেন। তিনি বলেন, এখন বিশ্বের বড় বড় নেতারা বলেন, ‘ফলো বাংলাদেশ, ফলো শেখ হাসিনা’।

বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা একমাত্রা শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবে অঞ্জলি অ্যাওয়ার্ড প্রদ‍ান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক বলেন, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এগোতো না বরং পিছোতো। যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে নয়তো বাংলাদেশের জনগণের অবস্থা মায়ানমারের রোহিঙ্গাদের মতো হতো বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ইউএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।