ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৫ বছরে ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছি: আইভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
৫ বছরে ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছি: আইভী

বিগত ৫ বছরে সিটি করপোরেশনের ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছি। ভোটারদের কাছে এমন কথা বলে ভোট চাইছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

নারায়ণগঞ্জ: বিগত ৫ বছরে সিটি করপোরেশনের ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছি। ভোটারদের কাছে এমন কথা বলে ভোট চাইছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

রোববার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের ২৬ নং ওয়ার্ডে ভোট চেয়ে গণসংযোগ করেন আইভী।

তিনি বলেন, আমি ৫ বছরে ২৭ টি ওয়ার্ডে ৭০ থেকে ৮০ ভাগ কাজ সম্পন্ন করেছি। ৫ বছরে সকল কাজ করা সম্ভব নয়, অনেক উন্নয়নম‍ূলক কাজ এখনো চলমান রয়েছে। যদি আগামীতে জয়ী হয়ে আসতে পারি বাকি কাজগুলো সম্পন্ন করে করবো।

আইভী বলেন, অনেক রাস্তার কাজ করেছি, অনেক কাজ চলমান রয়েছে আপনার‍া নির্বাচিত করলে সেগুলো এবার এসে সম্পন্ন করবো। উন্নয়নের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করিনি করবোও না। একটি শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে আমার কাজ আমি করে যাবো।

এ সময় আইভীকে দেখতে এলাকায় মানুষ জড়ো হয়ে আইভী ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। অনেকে আইভীর কাছে উন্নয়নের বিভিন্ন আবদার করেন। আইভীও সকলকে নির্বাচিত হলে তার সাধ্যমত কাজ করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।