ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয় বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয় বলে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না।

পাবনা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, জেলা পরিষদ নির্বাচন সাংবিধানিক নয় বলে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না।

প্রহসন আর জালভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের নিয়ে সরকার আবারো একটি সাজানো নাটকের মধ্য দিয়ে জেলা পরিষদ দখলের পাঁয়তারা করছে।

রোববার (১১ ডিসেম্বর) পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদল আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রস্তাব বিবেচনায় নেওয়ার আহবান জানিয়ে রিজভী বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ইচ্ছা সরকারের থাকলে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিতে হবে।

মায়ানমারের শরণার্থীদের আশ্রয় দিতে হবে। এসময় তিনি আরো বলেন, শান্তিতে নবেলপ্রাপ্ত সূচির রাষ্ট্রে এ ধরনের নির্যাতন আমরা কখনো প্রত্যাশা করিনা।

দুপুর ১২টার দিকে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহম্মেদ হিমেল রানার সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহম্মেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জহুরুল ইসলাম বাবু।

স্বাগত বক্তব্য রাখেন-জেলা বিএনপির সভাপতি অব. মেজর কে এস মাহামুদ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা ও জেলা ছাত্রদলের সম্পাদক তসলিম হাসান খান সুইট প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় ছাত্রদলের আগামী দিনের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে জেলা এবং উপজেলার দায়িত্বরত ছাত্র নেতাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।