ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, হলুদ সাংবাদিকতা যেমনি পরিহার করতে হবে, তেমনি মিডিয়ায় কোনো নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেই প্রতিক্রিয়া প্রকাশ করা ঠিক না।

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, হলুদ সাংবাদিকতা যেমনি পরিহার করতে হবে, তেমনি মিডিয়ায় কোনো নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেই প্রতিক্রিয়া প্রকাশ করা ঠিক না।

 

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, শেখ হাসিনার সরকার মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী। তাই দেশের প্রতি দ্বায়বদ্ধতা থেকেই দলমত নির্বিশেষে সাংবাদিকের উচিত উন্নয়নে কাজ করা।

এসময় খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে হানিফ বলেন, উনি রাষ্ট্রপ্রতির কাছে প্রস্তাব পাঠিয়েছেন জামায়াতকেও সংলাপে ডাকতে হবে। এর মাধ্যমে আবার প্রমাণ করলেন এ দলটি ছাড়া তিনি চলতে পারেন না। খালেদা জিয়া কোন কালেই এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। কারণ তিনি এ দেশের মাটিতে জন্ম নেননি। তাই এ দেশ ও জনগণের প্রতি তার কোন দ্বায়বদ্ধতা নেই।  
তিনি আরো বলেন, যারা দেশকে ধবংস করতে চায়, যারা দেশের মানুষের বিরুদ্ধে কর্মসূচি দেয় তাদের বিরুদ্ধে শক্ত হাতে কলম ধরতে হবে। সাংবাদিকরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন বলেই দেশের মানুষ অনেক সুবিধা পায়। তাই সাংবাদিকরা যাতে সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুষ্টিয়া চেম্বারের সভাপতি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী, স্বাচিপ নেতা ডা. আমিনুল হক রতন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।