ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

ফেনী জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেই আ’লীগের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ফেনী জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেই আ’লীগের

ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আ.লীগের দলীয় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই। যেকারণে জয়ের পথ নিশ্চিত করেছেন তারা। 

ফেনী: ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আ.লীগের দলীয় প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী নেই। যেকারণে জয়ের পথ নিশ্চিত করেছেন তারা।

 

রোববার (১১ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সরকার দলীয় প্রার্থী ছাড়া বাকিরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।  

ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় জয়ের পথ নিশ্চিত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আজিজ আহম্মদ চৌধুরী।  

এছাড়া সদস্য পদে ১নং ওয়ার্ডে নুর মোহাম্মদ সফিকুল হোসেন, ২নং ওয়ার্ডে হাজী জামাল উদ্দিন, ৩নং ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন মজুমদার, ৪নং ওয়ার্ডে কাজী ওমর ফারুক, ৫নং ওয়ার্ডে আকতার হোসেন, ৬নং ওয়ার্ডে নুরুল আবছার আপন, ৭নং ওয়ার্ডে মাহবুবুল হক, ৮নং ওয়ার্ডে মোসলেহ উদ্দিন হাজারী বাদল, ৯নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ১০নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন আহম্মেদ, ১১নং ওয়ার্ডে সালেহ আহম্মদ হায়দার, ১২নং ওয়ার্ডে নুরুল আমিন, ১৩নং ওয়ার্ডে ফয়েজুল কবীর, ১৪নং ওয়ার্ডে ফারুক হোসেন, ১৫নং ওয়ার্ডে নাসির উদ্দিন ভূঞা।
অপরদিকে, সংরক্ষিত ১নং ওয়ার্ডে নিলুফা করিম, ২নং ওয়ার্ডে নাজমা আক্তার কনা, ৩নং ওয়ার্ডে লায়লা জেছমিন বড় মণি, ৪নং ওয়ার্ডে রাবেয়া আক্তার রাবু ও ৫নং ওয়ার্ডে খোদেজা খানম প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।