নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তার কাছে সকল ভোটারই সমান।
তিনি বলেন, ‘হিন্দু মুসলিম সকলেই যেমন সমান।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে নাসিক বন্দরের ২২ নং ওয়ার্ডে প্রচারণার সময় সংবাদমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, সিটি করপোরেশনের মেয়র হিসেবে সিটির সকল নাগরিককে আমি সমান চোখে দেখি। কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। সিটি করপোরেশন জনগণের জন্য। এখানে সবাই সিটির নাগরিক।
সিটির প্রধান রাস্তার কাজ হয়ে গেছে এখন শুধু অলিগলির রাস্তাগুলো বাকি আছে এই দাবি করে তৃতীয়বারের মেয়র প্রার্থী বলেন, এখানে মানুষ বেশি, কাজও অনেক বেশি হয়েছে।
আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উড়িয়ে দিয়ে আইভী বলেন, নিয়ম কানুন মেনেই জণসংযোগ করছি।
তিনি বলেন, আমি প্রতিদিনই তিন থেকে চার জন নিয়ে বের হই। আর পরে পিছনে হাজার হাজার মানুষ এসে পড়ে। এদের কাকে তাড়িয়ে দেবো? মাঝে মাঝে আমি নিজেও মানুষকে সরানোর চেষ্টা করেছি।
তার জণসংযোগে কোন মাইক ব্যবহার করা হচ্ছে না বলে জানান আইভী।
তিনি বলেন, আমার ২৭টি ওয়ার্ডে মাইক ব্যবহার করার অনুমতি থাকলেও আমি তা করছি না।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬