সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মুক্তিযুদ্ধের শক্তি ছাড়া বাংলাদেশে কোনো অপশক্তির স্থান হবে না। ’
শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সার্কিট হাউসে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নতুন নেতৃত্বের জন্য একটি চ্যালেঞ্জ। নির্বাচনী এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নেতাকর্মীদের সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোর গোঁড়ায় পৌঁছে দিতে হবে।
উন্নয়ন এবং জনগণের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানী, যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়ায় যমুনা পাড়ে অনুষ্ঠিত জেলা ইজতেমায় অংশগ্রহণ করে বয়ান শোনেন। এ সময় তিনি ইজতেমায় আগত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/পিসি