ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আওয়ামী লীগ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তাই সবাই এক সুরে কথা বলে।

ফেনী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তাই সবাই এক সুরে কথা বলে।

রোববার ( ২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে কোনোরূপ শিথিলতা নেই। আত্মঘাতী হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

ফতেহপুর রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে তিনি বলেন, দুই বছরে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএল গত চার বছর চার মাসে মাত্র ৫১ শতাংশ কাজ সম্পন্ন করেছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার সময় বাড়ানো হলেও তারা কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন। একটি প্যাকেজে তিনটি কাজের মধ্যে কুমিল্লার রেলওয়ে ওভারপাস এবং ইলিয়টগঞ্জেও কাজ একই ধরনের ধীরগতি। কুমিল্লায় একাংশে কাজ হলেও আরেক অংশে কাজ হয়নি। ইলিয়টগঞ্জের কাজটি দেড় বছরে সম্পন্ন করার কথা থাকলেও ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী জুনায়েদ আহমদ, সেনাবাহিনীর প্রকল্প প্রকৌশলী মেজর মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, সাখাওয়াত হোসেন সাকা, জানে আলম ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।