ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জুয়া-হাউজি-মাদকের আসর বন্ধে বগুড়ায় যুবলীগের অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জুয়া-হাউজি-মাদকের আসর বন্ধে বগুড়ায় যুবলীগের অবরোধ জুয়া-হাউজি-মাদকের আসর বন্ধে বগুড়ায় যুবলীগের সমাবেশ

বগুড়ায় বিভিন্ন স্থানে জুয়া, হাউজি, লটারি, অশ্লীল নৃত্যসহ মাদকের আসর অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে অবরোধ কর্মসুচি পালন করেছে জেলা যুবলীগ।

বগুড়া: বগুড়ায় বিভিন্ন স্থানে জুয়া, হাউজি, লটারি, অশ্লীল নৃত্যসহ মাদকের আসর অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে অবরোধ কর্মসুচি পালন করেছে জেলা যুবলীগ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী শহরের সাতমাথায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এর আগে জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বগুড়ার বিভিন্ন যুব, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বগুড়ার নওদাপাড়ায় টিএমএসএসর বিজয় মেলা, কাহালুর পাইকড় ইউপির পশ্চিম ভুগইল, শিবগঞ্জের কিচক, ভায়েরপুকুর, মাঝিহট্ট ইউপির ছাতুয়ার ল্যালপাগাড়ী, গাবতলী উপজেলার সোনারায়, গোলাবাড়ী, শেরপুরের সীমান্ত এলাকা রানীরহাট, রাজারদীঘি, খন্দকারটোলাসহ বিভিন্ন এলাকায় নিয়মিত জুয়ার আসর বসানো হচ্ছে। এতে যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন মানুষ।

অবিলম্বে এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্বরাষ্ট্রমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন বক্তারা।

সমাবেশে বগুড়া পুলিশ সুপারের পক্ষ থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন অবরোধ কর্মসুচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, সবার সার্বিক সহযোগিতায় জুয়া হাউজি মাদক বন্ধ করা হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বেসরকারি সহযোগী সংস্থা স্বপ্ন, মৌমাছি খেলাঘর আসর, বাংলাদেশ গ্রাম থিয়েটার, নজরুল পরিষদ, হোটেল রেস্তোরা শ্রমিক লীগ, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, সৈয়দ আহম্মেদ বিশ্ববিদ্যালয় কলেজ, বগুড়া ইয়ুথ ক্যয়ার, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, বগুড়া শহর জাসদ, সুপার বয়েজ ক্লাব, দর্জি শ্রমিক ইউনিয়ন, স্বপ্নচুড়া শিল্পীগোষ্ঠী, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকিম রহমানসহ বিভিন্ন সংগঠন।

আগামী ৫ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিআইজি বরাবর উক্ত বিষয়ে বগুড়ার সার্বিক চিত্র তুলে ধরে স্মারকলিপি প্রদান করার সিদ্বান্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।