মেহেরপুর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ১০৭ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রসুল (আনারস প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী পেয়েছেন ৮৪ ভোট।
প্রার্থী, দলীয় সূত্র ও প্রিজাইডিং অফিসাররা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস চশমা প্রতীক নিয়ে ৫৫ ভোট ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২১ ভোট।
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৪৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৮টি ইউনিয়ন পরিষদ ও দু’টি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ২৬৯।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসআই
** ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের মনোনীত প্রার্থী
**জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী
** বরিশালে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী