ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বরিশালে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী মোহাম্মদ মইদুল ইসলাম

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‌মোহাম্মদ মইদুল ইসলাম (আনারস প্রতীক) ৯৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বরিশাল: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‌মোহাম্মদ মইদুল ইসলাম (আনারস প্রতীক) ৯৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২৫৫ ভোট।

 

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

বরিশাল জেলা পরিষদ নির্বাচনে ১৫টি কেন্দ্রে ১২৪৬ জন ভোটারের মধ্যে ১২২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলেও জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমএস/বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ