ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
পিরোজপুরে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মহারাজ-ছবি: ফাইল ফটো

পিরোজপুরে জেলা পরিষদ নির্ব‍াচনে ৪২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. মহিউদ্দিন মহারাজ। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ শাহ আলম পেয়েছেন ৩০২ ভোট।

পিরোজপুর: পিরোজপুরে জেলা পরিষদ নির্ব‍াচনে ৪২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. মহিউদ্দিন মহারাজ। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ শাহ আলম পেয়েছেন ৩০২ ভোট।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জিএম আবুল কালম আজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনটি/আরএ

** কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগ সমর্থিত প্রার্থী
** সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নজরুল ইসলাম
**মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’ লীগের বিদ্রোহী প্রার্থী
**ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের মনোনীত প্রার্থী
**জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী
**বরিশালে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।