ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন জয়নাল আবেদীন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান হলেন জয়নাল আবেদীন

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ৪৪২ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (মোটরসাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ৪৪২ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (মোটরসাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মমতাজুল হক (আনারস) পেয়েছেন ৪১১ ভোট।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচনের রিটার্নিং অফিসার জাকীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টায় বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

নীলফামারীর ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৬১টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মোট ৮৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫২ এবং নারী ২০৩ জন। অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ১৫টি সাধারণ সদস্য পদে ৬৬ জন ও সংরক্ষিত সংরক্ষিত পাঁচটি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।