ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭৮ ভোট (আনারস প্রতীক) পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭৮ ভোট (আনারস প্রতীক) পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ রমজান আলী (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩৫৬ ভোট।

এছাড়াও নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন অংশগ্রহণ করেন।

জেলার ১৫টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৬৮০ জন পুরুষ ভোটার ও ২০৮ জন নারী ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।