ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কেরানীগঞ্জে আ’লীগ প্রার্থী জয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কেরানীগঞ্জে আ’লীগ প্রার্থী জয়ী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কেরানীগঞ্জে আ’লীগ প্রার্থী জয়ী-ছবি: বাংলানিউজ

ঢাকা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কেরানীগঞ্জের ১২ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কেরানীগঞ্জের ১২ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

তালা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম (হাতি প্রতীক) পেয়েছেন ২৪ ভোট।

এদিকে, ১১ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফিরোজ আলম।

এছাড়া সংরক্ষিত চার আসনে (সাভার, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা) সদস্য পদে বল প্রতীক নিয়ে জয়লাভ করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম। ২৬৯ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১৯০ ভোট।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।