ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ শামসুল আবেদীন খোকন (মোবাইল) ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ শামসুল আবেদীন খোকন (মোবাইল) ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মাহফুজুর রহমান মনজু (মোটরসাইকেল) পেয়েছেন ২৪৭ ভোট।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক সায়মা ইউনুস এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে জেলার ৫২৮ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।