ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার।

শরীয়তপুর: শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাবেদুর রহমান খোকা সিকদার। মোটরসাইকেল প্রতীকে তিনি ৫৩৫ বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী আনারস প্রতীক পেয়েছেন ৩৫৯ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ১ নং ওয়ার্ডে মিন্টু মোল্লা, ২ নং ওয়ার্ডে সুজন মিয়া, ৩নং ওয়ার্ডে বিএম নাসির উদ্দিন, ৪নং ওয়ার্ডে একেএম মিজানুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. আলমগীর হোসেন, ৬নং ওয়ার্ডে এনায়েত উল্যাহ, ৭নং ওয়ার্ডে আলী আহম্মেদ কাজী, ৮নং ওয়ার্ডে নাসির উদ্দিন পাইক, ৯নং ওয়ার্ডে বিএম আনোয়ার হোসেন, ১০ নং ওয়ার্ডে হারুন অর রশিদ রাড়ী, ১১নং ওয়ার্ডে আবুল মনসুর আজাদ (ভিপি শামীম), ১২নং ওয়ার্ডে গোলাম রাব্বানী শাকিল, ১৩নং ওয়ার্ডে জাকির হোসেন দুলাল, ১৪নং ওয়ার্ডে কামরুজ্জামান উজ্জ্বল, ১৫নং ওয়ার্ডে শাখাওয়াত হোসেন হাওলাদার।

সংরক্ষিত মহিলা আসনে সদস্য নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে অ্যাডভোকেট রাশিদা মির্জা, ২নং ওয়ার্ডে অ্যাডভোকেট রওশন আরা, ৩নং ওয়ার্ডে কহিনুর সুলতানা, ৪নং ওয়ার্ডে হাবিবুন নাহার নিপা ও ৫নং ওয়ার্ডে আসমা আক্তার।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে। গণনা শেষে বিকেল ৫টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান ভোটের ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।