ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিজয় পতাকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ময়মনসিংহে বিজয় পতাকা মিছিল

ময়মনসিংহ: বিজয়ের মাস ডিসেম্বরের শেষ দিনে ময়মনসিংহে বিজয় পতাকা মিছিল করেছে জেলা বঙ্গবন্ধু পরিষদ।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার নেতৃত্বে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মোড়ে এসে শেষ হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা মো. ইকরামুল হক টিটু, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম, মাহবুবুল হক চিশতী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমএএএম/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।