বুধবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।
দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূলকে সুশৃঙ্খল ও শক্তিশালী করার নির্দেশ তিনি।
আওয়ামী লীগ সভাপতি নেতা-কর্মীদের এলাকায় নিজ নিজ জনসংযোগ চালানো, মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে ভালো সর্ম্পক গড়ে তুলতে বলেন।
তিনি সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করে কাজ কথার নির্দেশনা দেন বলেও জানা গেছে।
বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগের পক্ষে প্রস্তাব ও সুপারিশ তৈরি করতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে দলটি।
আগামী ১১ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগের মত বিনিময় কালে নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশ রাষ্টপতির হাতে তুলে দেওয়া হবে।
বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন করতে রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ প্রস্তাব দিবে বলে আলোচনা হয়েছে বৈঠকে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমইউএম/এমজেএফ