ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সংঘাতের উস্কানি দিচ্ছে বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
‘সংঘাতের উস্কানি দিচ্ছে বিএনপি’ বক্তৃতা করছেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপি ভেতরে ভেতরে সংঘাতের উস্কানি দিচ্ছে। দেশকে তারা অস্থিতিশীল করতে চায়। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মী সভায় তিনি এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, ১৯৮১ সালের চেয়ে ২০১৭ সালে শেখ হাসিনা বহুগুণ বেশি শক্তিশালী।

শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্রের বিষদাঁত আমরা ভেঙে দেবো।
 
তিনি বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তার খেসারত এখন তারা দিচ্ছে।  
 
মন্ত্রী ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ৠালির কারণে যানজটে আটকা পড়ে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন।  

ভবিষ্যতে এ ধরণের কর্মসূচি কিভাবে জনগণকে কষ্ট না দিয়ে পালন করা যায় সেই বিকল্প খোঁজা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৭
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।