ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্ত মেয়র মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
জামিনে মুক্ত মেয়র মান্নান জামিনে মুক্ত মেয়র মান্নান- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: সাময়িক বরখাস্ত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি মুক্তি পান।

জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি বাংলানিউজকে জানান, কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় অধ্যাপক এম এ মান্নানের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গাজীপুর আদালতে মেয়র মান্নানের প্যানেল আইনজীবী মো. মঞ্জু মোরশেদ প্রিন্স বাংলানিউজকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্বমোট ৩০টি মামলা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সবশেষ চাঁদাবাজি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে বাকি ২৯টি মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেন।

কারাগার থেকে বের হওয়ার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জ‍ানুয়ারি ০৬, ২০১৭
আরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।