বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন বলে মত দিয়েছে আওয়ামী লীগ।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগ দেখা করে এ প্রস্তাব দিয়েছে।
কাদের জানান, আওয়ামী লীগের প্রস্তাবে বলা হয়, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি যেরূপ বিবেচনা করবেন সেই প্রক্রিয়ায় তিনি এ নিয়োগ দেবেন।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমানে বিরাজমান সব বিধি-বিধানের সঙ্গে জনমানুষের ভোটাধিকার অধিকতর সুনিশ্চিত করার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ই-ভোটিংয়ের প্রবর্তনে জোর দেয় আওয়ামী লীগ।
এছাড়া নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন বিষয়ে বিবেচনার প্রস্তাব করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
**‘ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে পূর্ণ আস্থা আছে আ’লীগের’
**‘রাষ্ট্রপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে’
**ইসি গঠনে আলোচনা করতে হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে আ’লীগ
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এএ