ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে বিএনপির ১৬ নেতা-কর্মীর জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জয়পুরহাটে বিএনপির ১৬ নেতা-কর্মীর জামিন জয়পুরহাটে বিএনপির ১৬ নেতা-কর্মীর জামিন

জয়পুরহাট: গণতন্ত্র হরণ দিবসের ব্যানারে বিনা অনুমতিতে মিছিল ও সরকারি কাজে বাধা দেওয়া মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল বাহার তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীরা হলেন- জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, সদস্য মমতাজ উদ্দিন মণ্ডল, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, সাংগঠনিক সম্পাদক এটি এম শাহনেওয়াজ শুভ্র, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরে মওলা পলাশ, যুবনেতা বাপ্পী, ছাত্রনেতা নাদের খাঁন টিটু, সুমন, শহিদুল ইসলাম, বাবু, জহুরুল ও ফরিদ মেম্বার।


 
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ০৫ জানুয়ারি ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আ. খালেক মামলাটি করেন।

আসামিদের মধ্যে রোববার বুলু ও আলমগীর হোসেনের ও সোমবার ১৬ জনের জামিন দেওয়া হয়েছে।

এছাড়া এ মামলায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলী হাসান মুক্তা, সদস্য নাফিজুর রহমান পলাশ ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জামিনের জন্য আদালতে হাজির হননি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।