ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাদুল্যাপুরের নিখোঁজ দুই আ’লীগ নেতার খোঁজ মিললো সৈয়দপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
সাদুল্যাপুরের নিখোঁজ দুই আ’লীগ নেতার খোঁজ মিললো সৈয়দপুরে

গাইবান্ধা: নিখোঁজ হওয়ার ১০ দিন পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দুই আওয়ামী লীগ নেতার খোঁজ মিলেছে সৈয়দপুরে। বুধবার (১৯ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে একটি মাইক্রোবাসে করে তাদের নীলফামারী জেলার সৈয়দপুর শহরে রেখে কয়েকজন চলে যায়। পরে সেখান থেকে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরেন।

ওই দুই নেতা হলেন-সাদুল্যাপুর উপজেলার তিন নম্বর দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মনোয়ারুল হাসান জিম মণ্ডল এবং দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক।

জিম জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে তাদের একটি মাইক্রোবাসে করে সৈয়দপুর শহরে নামিয়ে দেওয়া হয়।

এরপর তারা বাড়িতে ফেরেন।

তবে এই ১০ দিন তারা কোথায় ছিলেন বা কারা তাদের আটকে রেখেছিল তা বলতে রাজি হননি তিনি।

এর আগে, ৯ জানুয়ারি রাত ১১টার দিকে জিম ও সাদেক মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে লালবাজার হয়ে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের কাছে যাওয়ার পথে নিখোঁজ হন।

অপরদিকে, দুই নেতার সন্ধান মিললেও নিখোঁজ অপর দুই নেতা নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলার খোঁজ মেলেনি।

১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।