ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সার্চ কমিটি নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া দেবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
সার্চ কমিটি নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া দেবে বিএনপি

ঢাকা: নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে শুক্রবার (২৭ জানুয়ারি)।

এদিন সকাল সাড়ে ১০ টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

নির্বাচন কমিশন গঠনের জন্য বুধবার (২৫ জানুয়ারি) সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পছন্দমতো সার্চ কমিটি গঠন করে জাতিকে হতাশ করেছেন রাষ্ট্রপতি।

এর পর বুধবার রাতেই শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেই বৈঠকে সার্চ কমিটি নিয়ে যে আলোচনা ও সিদ্ধান্ত হয় সেগুলোই শুক্রবার সংবাদমাধ্যমের সামনে তুলে ধরবেন মির্জা ফখরুল।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এজেড/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।