ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে। রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে. জেনারেল মাহাবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
 
অসুস্থতার কারণে স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, দেশের বাইরে থাকায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও তারেক রহমান বৈঠকে উপস্থিত থাকতে পারেন নি।


 
দলীয় সূত্রমতে, রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশন ও অন্য কমিশনাদের নাম প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ বৈঠক ডাকা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৭
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।