ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত আমরা আছি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত আমরা আছি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

গাইবান্ধা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কোথায় নেই, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আমরা আছি, থাকবো। তাই নিহত মঞ্জুরুল ইসলাম লিটনের আসনে উপ-নির্বাচনে সুন্দরগঞ্জ থেকেই জয় আরম্ভ করতে চায় জাতীয় পার্টি।  

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ড. জেড আই এগ্রিকালচার ট্রেনিং অ্যান্ড ইনস্টিটিউট মাঠে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, বর্তমানে মানুষ ঘুমাতে পারে না।

নিরীহ মানুষদের তুলে নিয়ে গিয়ে গুম করা হচ্ছে। দেশের কোনো মানুষ শান্তিতে নেই। আমরা কেউ নিরাপদে থাকতে পারছি না। তবে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে খুন, হত্যা, গুমের ঘটনা ঘটেনি।

দেশে গণতন্ত্র রক্ষায় দরকার নির্বাচন আর জাতীয় পার্টিতে দরকার তরুণের। পুরনোদের দিন শেষ। তাই নিহত লিটনের আসনে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারিকে নমিনেশন দেওয়া হবে। আপনারা তাকে ভোট দিয়ে সুন্দরগঞ্জ থেকে জাতীয় পার্টির জয়টা শুরু করবেন, উপস্থিতিদের উদ্দেশে এ আহ্বান জানান এরশাদ।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন-জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মাস্টার, মোস্তাফিজার রহমান মোস্তা, প্রেসিডিয়াম সদস্য সুনিল শুভ রায়, গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার, যুগ্ম মহাসচিব হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, সাংগঠনিক সম্পাদক এস এম ইয়াসিন এবং আইন ও বিচার বিভাগীয় সম্পাদক এবং সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল হুদা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আকবর আলী দারোগা প্রমুখ।

এছাড়া জনসভায় জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।