ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দৌলতপুরে আওয়ামী লীগ কর্মীর শর্টগানের লাইসেন্স বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দৌলতপুরে আওয়ামী লীগ কর্মীর শর্টগানের লাইসেন্স বাতিল

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামবাসীর ওপর এলোপাথাড়ি গুলি ছোড়ার ঘটনায় আবদুস সালাম নামে এক আওয়ামী লীগ কর্মীর শর্টগানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে তার শর্টগানের লাইসেন্স বাতিল করা হয়।

তিনি বলেন, ২২ জানুয়ারি উপজেলার কামালপুর গ্রামে একটি রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে গ্রামবাসীর ওপর এলোপাথাড়ি গুলি ছোড়েন স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুস সালাম। এতে ২০ জন আহত হন। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এসময় তার অস্ত্রটিও জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বুধবার দিনগত রাতে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।