ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে মহিলা আ’লীগের সভাপতি স্বপ্না, সম্পাদক হেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সিরাজগঞ্জে মহিলা আ’লীগের সভাপতি স্বপ্না, সম্পাদক হেনা

সিরাজগঞ্জ: দীর্ঘ ২২ বছর পর সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সেলিনা বেগম স্বপ্না (এমপি) ও সাধারণ সম্পাদক পদে হাসনা হেনা নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজে শেখ কামাল অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এছাড়াও সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে সুলতানা রাজিয়া মিলন  নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে সংগঠনের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, সকালে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শিরিন রোখসানা।

এ ছাড়াও কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, নাজমা সালাম, জান্নাতুল বাকিয়া ও তাহমিনা খাতুন বক্তব্য রাখেন।

এসময় সিরজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না (এমপি), সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।