শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ মাঠে মোশাররফ ফাউন্ডেশনের ১৫তম বর্ষপূর্তির আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি এসময় আরো বলেন, দেশের সুবিখ্যাত জেলা কুমিল্লা।
রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি এবং নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই কমিশন গতানুগতিক, কোনো নতুনত্ব নেই। নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এই সহায়ক সরকার গঠনের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে অবিলম্বে আলোচনা প্রয়োজন। এ জন্য সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ড. মোশাররফ বলেন, দেশে এখন রাজনীতি ও গণতন্ত্র বলে কিছুই নেই। সরকারের দুঃশাসন, ব্যর্থতা, অযোগ্যতা ও দলীয়করণে সর্বক্ষেত্রে চরম সংকটাপন্ন অবস্থা বিরাজ করছে। শিক্ষা ক্ষেত্রেও চরম বিশৃঙ্খল অবস্থা দৃশ্যমান। সরকারের কৃপাদৃষ্টিতে পাবলিক পরীক্ষায় পাশের হার বেড়েছে। কিন্তু শিক্ষার গুণগতমানে ধ্বস নেমেছে। শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা জাতির জন্য দুর্ভাগ্যজনক।
ড. মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কলেজের গভর্নিং বডির সভাপতি ড. মো. নুরুল আমিন ও ড. মোশাররফ ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন গৌরীপুর বিলকিস মোশাররফ গার্লস হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল হাসেম, ফাউন্ডেশনের উদ্যোক্তা সদস্য দেলোয়ার হোসেন মিয়াজী ও আজীবন সদস্য ভিপি জাহাঙ্গীর আলম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এসআই