বুধবার (০১ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রাঙ্গা বলেন, আমরা এই তৃতীয় পক্ষকে তাদের রাজনৈতিক সুবিধা ভোগের সুযোগ দিতে চাইনা।
একটি রাজনৈতিক দল এই ধর্মঘটের সুবিধা নিচ্ছে অভিযোগ করে প্রতিমন্ত্রী আরও বলেন, সাম বডি ইজ ইনভলব। আমরা সারারাত শ্রমিকদের মাধ্যমে গাড়ি পাহারা দিয়েছি।
এর আগে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের বাসায় অনুষ্ঠিত সভা সম্পর্কে তিনি বলেন, আমরা মন্ত্রীর বাসায় বসেছিলাম খুলনা বিভাগের ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে। শ্রমিকদের বলেছিলাম, আদালতের রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। তারাও নির্বৃত্ত হয়েছিল। এসময় সাভারে একজন চালকের ফাঁসির রায় দেওয়া হয়েছে বলে খবর আসে। এরপর আর শ্রমিকদের নির্বৃত্ত করা যায়নি।
কেউ যদি ইচ্ছাকৃত মানুষ হত্যা করে, তবে তাকে শাস্তি পেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
আরএম/এসএইচ