ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদাহীন নির্বাচন জনগণ প্রতিহত করবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
‘খালেদাহীন নির্বাচন জনগণ প্রতিহত করবে’ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনের আয়োজন হলে জনগণ সেটা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চত্বরে আয়োজিত বিএনপির ‘অবস্থান’ কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।


 
মির্জা ফখরুল বলেন, যদি আপনারা মনে করে থাকেন বিএনপি ও খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করবেন, এ দেশের জনগণ তা কোনো দিনও মেনে নেবে না এবং তা প্রতিহত করবে।
 
গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। জনগণের কাছে তাদের কোনো জবাব দিতে হয় না। যে কারণে তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েই চলছে।
 
ফখরুল বলেন, এই সমাবেশের মধ্য দিয়ে স্পষ্টভাবে জানাতে চাই, গ্যাসের মূল্য বাড়ানো যাবে না। গ্যাসের ‍মূল্য কমাতে হবে। এটা দেশের জনগণের দাবি।
 
পরিবহন ধর্মঘটকে সরকারের সাজানো ‘নাটক’ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা দেখেছেন গতকাল ও পরশু কী ‘নাটক’ তারা দেখালো। সরকারের মন্ত্রী উসকানি দিয়ে একটা ধর্মঘট করে জনগণকে যেমন কষ্ট দিয়েছেন, তেমনি একজন শ্রমিকেরও মৃত্যু হয়েছে। এই সরকার প্রতিটি ক্ষেত্রে জনজীবন দুর্বিষহ করে তুলেছে।
 
নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।
 
তিনি বলেন, আমাদের রাজনৈতিক অধিকার, কথা বলার ক্ষমতা ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত করে ফেলেছে সরকার। আমাদের কথা বলতে দেওয়া হয় না, সভা করতে দেওয়া হয় না। আমরা সোহরাওয়ার্দী উদ্যান ও পার্টি অফিসের সামনে সভা করতে চেয়েছি, আমাদের অনুমতি দেওয়া হয়নি। বিভিন্ন জেলার সম্মেলন করতে দেওয়া হয় না।
 
অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ‍আহমেদ।
 
কর্মসূচিতে অংশ নেন-  দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এমরান সালেহ প্রিন্স, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন উজ্জ্বল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।  
 
আন্দোলন কর্মসূচির বাইরে থাকা বিএনপি দলীয় ও জাতীয় ইস্যুতে গত তিন বছর বারবার চেষ্টা করেও ঢাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল বা গণজমায়েতের অনুমতি পায়নি।
 
গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন মাত্র। সেদিন কোনো কর্মসূচি ঘোষণা দেননি তিনি।
 
দু’দিন আগে দলের পক্ষ থেকে দেশব্যাপী অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। সে ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আইইবি চত্বরে অবস্থান কর্মসূচির অনুমতি পায় বিএনপি।  
 
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় আইইবি চত্বরে গিয়ে দেখা যায়, মূল ভবনের সামনে বকুল ও কৃষ্ণচূড়া গাছের ছায়ায় কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। আশপাশে প্রচুর জায়গা থাকা সত্ত্বেও ওই বকুল ও কৃষ্ণচূড়ার ছায়া ছেড়ে সরতে নারাজ নেতা-কর্মীরা।
 
যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা নিজ নিজ সংগঠনের ইউনিট ও ইউনিট প্রধানের নামে স্লোগান দেন। দাঁড়ানোর জায়গা ও ক্যামেরায় চেহারা দেখানোর প্রতিযোগিতায় নেমে বেশ কয়েকবার গোলমালেও জড়িয়ে পড়তে দেখা যায় কিছু নেতা-কর্মীকে।
 
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।