ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
বড়াইগ্রামে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সোমবার

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (৬ মার্চ)। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (০৫ মার্চ) সকাল ১০টা থেকে বড়াইগ্রাম উপজেলা সার্ভার স্টেশন থেকে নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বাক্স, কালী, সীলসহ যাবতীয় সরঞ্জামাদি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ২ লাখ ৭ হাজার ৩৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৯১১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ৪৬৫ জন।

সোমবার (৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ভোটাররা ৮১টি ভোটকেন্দ্রে ৫৪৪টি বুথে ভোটগ্রহণ চলবে। এসব কেন্দ্রে ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮৮ জন পোলিং অফিসার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা প্রতীকে এবং উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, নির্বাচনে পুলিশ ও আনসারের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি ৪টি টিমে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবে। র‌্যাবের ৬টি টিম সার্বক্ষণিক উপস্থিত থাকবে। ৮১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম বাংলানিউজকে জানান, প্রত্যেক ভোটকেন্দ্রে ৩ জন পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবে। তাদের সহযোগিতায় অস্ত্রধারী ২ জন আনসার সদস্যসহ অতিরিক্ত আরো ১০ জন করে আনসার নিয়োজিত থাকবে।

এছাড়া ৮১টি কেন্দ্রে পুলিশের বিভিন্ন পর্যায়ের ৪০৬ জন সদস্য নিয়োজিত থাকবে। ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স ও চেকপোস্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

জেলা প্রশাসক শাহিনা খাতুন বাংলানিউজকে জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোর্সসহ দায়িত্ব পালন করবেন।

২০১৫ সালের ২৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম মারা গেলে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।