নতুন সিইসির অধীনে বরিশালে সর্বপ্রথম এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গৌরনদী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার বলেন, গত বছরের ১৯ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহে আলম খানের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
গৌরনদীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী ও বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনজুর হোসেন মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে, জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন বানারীপাড়া উপেজলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক। তার পদত্যাগ করার কারণে ওই উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।
ওই উপজেলায় উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়েছেন পদত্যাগী চেয়ারম্যান গোলাম ফারুক। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়েছেন বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহে আলম মিঞা ও জাতীয় পার্টির মনোনীত উপজেলা জাপার আহ্বায়ক মিজানুর রহমান চোকদার।
বানারীপাড়ার ৩৮টি কেন্দ্রের মধ্যে ২০টি এবং গৌরনদীর ৪৫টি কেন্দ্রের মধ্যে ২৫টি অধিক গুরুত্বপূর্ণ। তবে এ পর্যন্ত নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বানারীপাড়াতে মোট ভোটার সংখ্যা এক লাখ ১৩ হাজার ৪৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৭ হাজার ৪৭৯ জন ও নারী ভোটার সংখ্যা ৫৫ হাজার ৯৫২ জন।
গৌরনদীতে মোট ভোটার সংখ্যা এক লাখ ৪১ হাজার ২৯৬ জন। পুরুষ ভোটার সংখ্যা ৭১ হাজার ৪১৯ জন ও নারী ভোটার সংখ্যা ৬৯ হাজার ৮৭৭ জন।
বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএস/আরবি