ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাঙ্গাবালী উপজেলা ও গলাচিপা পৌরসভার উপ-নির্বাচন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
রাঙ্গাবালী উপজেলা ও গলাচিপা পৌরসভার উপ-নির্বাচন সোমবার

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ ও গলাচিপা পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (৬ মার্চ)।

রাঙ্গাবালী উপজেলার এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন (নৌকা প্রতীক), বিএনপি সমর্থিত প্রার্থী হলেন উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন আকন (ধানের শীষ প্রতীক) ও চরমোনাই পীরের মনোনীত প্রার্থী মো. আমির হোসেন মোল্লা (হাত পাখা প্রতীক)।

রাঙ্গাবালীর পাঁচটি ইউনিয়নে ৩০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। যার মোট ভোটার সংখ্যা ৭৪ হাজার ৮১৪ জন।

গত বছরের ০২ জুলাই উপজেলা চেয়ারম্যান আহসান কবির চাঁনের মৃত্যুতে পদটি শূন্য হলে তফসিল অনুযায়ী সোমবার নির্বাচনের দিন ধার্য করা হয়।

অপরদিকে, পটুয়াখালীর গলাচিপা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সোমবার অনুষ্ঠিত হবে।

এ উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সাবেক মেয়র মরহুম আব্দুল ওহাব খলিফার ছেলে আহসানুল হক তুহিন এবং বিএনপি থেকে মনোনয়ন নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, আবু তালেব মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে (নারিকেল গাছ প্রতীক) নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।

গলাচিপা পৌরসভার নয়টি ওর্য়াডে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৬১ জন ভোটার রয়েছেন।

গত বছরের ৭ আগস্ট গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল ওহাব খলিফা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তবে নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মাথায় গত বছরের ৮ নভেম্বর ওহাব খলিফা মৃত্যুবরণ করলে সোমবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।