সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিবিরবাজার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আবুল হাসানাত চৌধুরী সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গিলাতলী এলাকার হুমায়ন কবির চৌধুরীর ছেলে।
এদিকে, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও উপজেলার ধনুয়াখোলা আর্দশ পাবলিক কলেজ, সুবর্ণপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রঘুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাচিয়া মাদ্রাসা কেন্দ্র, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, ছায়া বিতান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানে অধিকাংশ ভোটকেন্দ্রেই ভোটার উপস্থিতি কম। তবে বেলা ১১টার পর থেকে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি।
এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট পাওয়া যায়নি।
এদিকে, বিএনপি প্রার্থী রেজাউল কাইয়ূম তার এজেন্টদের বের করে দেওয়া এবং কোনো কোনো ভোটকেন্দ্রে এজেন্টদের না যাওয়ার জন্য হুমকি দিয়ে নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
জানা যায়, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম।
এ উপজেলার ৬টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ভোটার ৯৫ হাজার ১৫৫ জন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
আরএ