কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সোমবার (৬ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চৌদ্দগ্রাম আদালতে চার্জশিট দাখিল করেন চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম।
মামলায় খালেদা জিয়া, রুহুল কবীর রিজভী, এমকে আনোয়ার, জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ মোট ৭৮ জন নেতাকর্মী রয়েছেন।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি দিনগত রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকার ফুড প্যালেস নামে একটি রেস্টুরেন্টের সামনে চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এতে অন্তত ২০ জন অগ্নিদগ্ধ হন। এর মধ্যে আটজন মারা যান। পরে পুলিশ বাদী হয়ে খালেদা জিয়াসহ বিএনপির ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে। তদন্ত শেষে কুমিল্লার আদালতে চার্জশিট দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
এনটি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।