ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরগুনায় ৫ জামায়াত কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বরগুনায় ৫ জামায়াত কর্মী আটক

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের পাঁচ সক্রিয় কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আমতলী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাদানীনগর হাফেজিয়া মাদ্রাসায় গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- খেখুয়ানি গ্রামের আব্দুল আলীর ছেলে হাফেজ আব্দুর রশিদ (৪৬), কাউনিয়া গ্রামের মফিজ উদ্দিন গাজীর ছেলে মো. কামাল হোসেন (৪০) আমতলী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম শানু গাজীর ছেলে মো. আব্দুর রহমান (৪২), বাউফল উপজেলার মদনপুরা গ্রামের মিরাজ উদ্দিনের খানের ছেলে এ কে এম ফকর উদ্দিন খান (৩৫) ও পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের কুব্বত আলীর ছেলে মো. নুরুল আমিন (৪০)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, মাদানীনগর হাফেজিয়া ম‍াদ্রাসায় সরকার বিরোধী গোপন বৈঠক হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচ কর্মীকে আটক করা হয়।

এদের মধ্যে কামাল হোসেন চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফকর উদ্দিন বরিশাল জামায়াতের বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে। বর্তমানে কামাল জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে প্রমাণ রয়েছে।

এ ঘটনায় আটককের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।