ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বিএনপি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালে নির্বাচন বর্জন করে বিএনপি জনগণ থেকে দূরে সরে গেছে। ইতিহাস বলে যারা নির্বাচন বর্জন করে তারা বরাবরই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখন তারা আগামী নির্বাচনকেও বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। 

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম ডিগ্রি কলেজ চত্বরে রক্তাক্ত ভূইয়াগাতী দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই।

ভারত-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশেও নির্বাচন হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকার প্রধান। সেই নির্বাচনে দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকেই ভোট দেবে।

রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, হাবিবুর রহমান হাবিব এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, লুৎফর রহমান দিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ, উপজেলা চেয়ার‌্যান মারুফ বিন হাবিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।  

বাংলাদেশ সময়:২০১৫ ঘণ্টা, মার্চ  ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।