৪০টি বাসের পাশাপাশি ট্রেনযোগে জেলা ও উপজেলার এসব নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ অভিমুখে যাত্রা করবেন।
জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের নেতৃত্বে শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় সড়কপথে এসব নেতাকর্মীরা নগরীর প্রবেশমুখ বাইপাস মোড় থেকে রওনা হবেন।
কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমাবেশ স্বার্থক ও সাফল্যমণ্ডিত করতে দলীয় নেতাকর্মীরা একযোগে কাজ করেছেন।
আমাদের নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু সমাবেশ থেকে আগামী দিনের রাজনীতির যে দিক নির্দেশনা দেবেন রক্তের বিনিময়ে হলেও ময়মনসিংহে তা বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমএএএম/জেডএস