শনিবার (১১ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
এসময় গোলাম ফারুক পিংকু বলেন, ১৪ মার্চ দুপুরে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রশাসন ও দলীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ওই দিন প্রধানমন্ত্রী নবনির্মিত যুব প্রশিক্ষণ কেন্দ্র, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, মজু চৌধুরীরহাট নৌ বন্দরসহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জসহ জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
এ সংবাদ সম্মেলনে অনেকের মধ্যে জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সদস্য মো. মনরুজ্জামান পাটোয়ারী, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন মুন্না উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআই