ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুন্নুকে দেখতে হাসপাতালে গেলেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
মুন্নুকে দেখতে হাসপাতালে গেলেন খালেদা হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের প্রবীণ সদস্য সাবেক মন্ত্রী হারুনার রশীদ খান মুন্নুকে দেখতে গেলেন খালেদা জিয়া।

শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ল্যাবএইড হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। তিনি হারুনার রশীদ খানের শয্যার পাশে কিছু সময় অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

মুন্নুর বড় মেয়ে উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খানম রীতা ও ছোট মেয়ে ফিরোজা খানম পারভীনসহ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন খালেদা।

মুন্নু সিরামিকের প্রতিষ্ঠাতা শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নু ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন। ৯২ বছর বয়সী মুন্নুর হৃদরোগসহ বাধক্যজনিত নানা রোগে আক্রান্ত।

ল্যাবএইডের বিশেষজ্ঞ চিকিৎসক আফম সোহরাবউজ্জামানের তত্ত্বাবধায়নে হারুনার রশীদ খানের চিকিৎসা হচ্ছে।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মইনুল ইসলাম শান্ত, কেন্দ্রীয় নেতা আমিনুল হক, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুর কাদের ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এরপর একই হাসপাতালে চিকিৎসাধীন লন্ডন বিএনপি নেতা আবদুর রহমান সানির বাবা ফজলুর রহমান ভুঁইয়াকেও দেখতে যান বিএনপি চেয়ারপারসন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এজেড/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।