তিনি এও বলেছেন, মান অভিমান চললেও, সম্পর্ক শেষ হয়ে যায়নি। এটি ঠিক হয়ে গেলেই ফের কথা-বার্তা শুরু হবে।
রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করা হয়।
জিয়া-খালেদা-এরশাদ ভারতের দালাল প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের মান অভিমান চলছে। কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায়নি, এখনও আছে। এই পর্ব শেষ হলেই তিনি আবার ঠিক মতো কথা বলবেন। এখন অভিমানের বশেই ওই কথা বলেছেন।
বর্তমান সরকারের বিদেশে প্রভু আছে, কিন্তু কোনো বন্ধু নেই। তবে জিয়াউর রহমানের বিদেশে বন্ধু ছিল, প্রভু ছিল না বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনাকে বিশ্বাস করা যায় না। কারণ আপনি নির্বাচিত নন। তাই জনগণের ভোট জনগণকে দেওয়ার অধিকার দিন। নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবেন না।
এরশাদের জোট প্রসঙ্গে তার মত, জোট নিয়ে নাটক চলছে।
যাদের ওপর জনগণের আস্থা নেই তাদের আবার জোট কিসের বলেও প্রশ্ন তুলেন তিনি।
মরুহুম যাদু মিয়ার স্মরণে তিনি বলেন, তিনি ছিলেন রাজনীতির অগ্নিপুরুষ। তিনি খুবই কর্মীবান্ধব ও হাস্যরসের ব্যক্তিত্ব ছিলেন। মওলানা ভাসানীর খুবই ঘনিষ্ঠজন ছিলেন। যিনি গণতন্ত্রের গাছ রোপন করেছিলেন। সেই গাছকে লালন করতে হবে আমাদের।
সভাপতির বক্তব্যে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, দেশ আজ কঠিন সংকটকাল অতিক্রম করছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্রের প্রয়োজন।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন, কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিকর খোকন, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপ প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম সারওয়ার খান, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, সম্পাদক মো. কামাল ভুইয়া প্রমুখ। সঞ্চালনা করেন ন্যাপ নগন সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭/আপডেট ১৬২৬ ঘণ্টা
এজেড/আইএ